পরকীয়া, ভাল ভাষায় বললে বিবাহ বহির্ভূত সম্পর্ক। পৃথিবীর নানা দেশেই এক্সট্রা ম্যারিটাল সম্পর্ক নিয়ে নানা রাখঢাক রয়েছে, আড়াল রয়েছে। বেশ কিছু দেশে আইনি বাধাও রয়েছে। ভারতে কয়েক বছর আগেই আইন পাশ হয়েছে নতুন। এ দেশে পরকীয়া এখন আইনের চোখে দণ্ডনীয় অপরাধ নয়।
কিন্তু জানেন কি পরকীয়া প্রেমে সবচেয়ে বেশি জড়িয়ে পড়েন কোন দেশের মানুষ? সম্প্রতি একটি অনলাইন ডেটিং সাইট সারা বিশ্বজুড়েই বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে একটি সমীক্ষা করেছিল। সমীক্ষার ফলাফল বলছে, পরকীয়ায় সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে আয়ারল্যান্ড। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি।
আয়ারল্যান্ডের প্রতি পাঁচজন বাসিন্দাদের মধ্যে একজন অর্থাৎ ২০ শতাংশ পরকীয়াপ্রেমে জড়িয়ে পড়েন।
দ্বিতীয় স্থানে থাকা জার্মানির প্রায় ১৩ শতাংশ নাগরিক কখনও না কখনও পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। তৃতীয় স্থানে উঠে এসেছে কলোম্বিয়ার নাম। এই দেশের পরকীয়ার হার ৮ শতাংশের কাছাকাছি।