একটা গোটা দিনে মাত্র ২৪ টা ঘণ্টা , দেখতে দেখতে কেটে যায়, প্রায় চোখের নিমেষেই। তাই ২৪ ঘণ্টায় আর হচ্ছে না, দু ঘণ্টা করে বাড়িয়ে দিলে কেমন হয়? নতুন ঘড়ি চেয়ে শহরের মেয়র চিঠি পাঠালেন ইয়োরোপিও ইউনিয়নকে। কোন শহর? এ দেশের নয়, নরওয়ের ভাডসো শহর।
ছবির মতো সুন্দর একটা শহর। বছরের বেশিটাই অবশ্য থাকে বরফে ঢাকা, গরম কাল থাকে মাস পাঁচেক। নিউ ইয়র্ক শহরের চেয়েও আয়তনে বড়ো এই শহর। অথচ সাকুল্যে থাকেন হাজার পাঁচেক মানুষ। এত কম জনসংখ্যা হওয়ায় রীতিমতো সমস্যাও হয়, নানা ক্ষেত্রে পরিষেবা দেওয়ার মতো লোক পাওয়া যায় না।
নতুন ঘড়ি পেলে সমস্যার সমাধান হবে? মেয়র জানেন, এমন উদ্ভট প্রস্তাব খারিজ হবেই, নতুন ঘড়ি তাঁরা পাবেন না, আসলে এমন ঘড়ি তাঁদের প্রয়োজনও নেই। কিন্তু শহরের বিজ্ঞাপন তো হবে।
খুবই শান্তিপূর্ণ শহর ভাডসো। মনোরম পরিবেশ, আকাশজুড়ে মেরুপ্রভা, লাগোয়া জঙ্গলে বল্গা হরিণ, সব মিলিয়ে স্বপ্ন নগরী। আর হ্যাঁ, সময় এখানে ছুটে বেড়ায় না, বরং অল্প অল্প করে চুইয়ে পড়ে, কারো কোনও তাড়া নেই, অফিস থেকে বাড়ি ফিরে ক্লান্তি নেই, যাতায়াতের ঝক্কি নেই, আছে পরিবারের সকলের সঙ্গে সময় কাটানোর অফুরান সুযোগ।