একটি অতি পরিচিত ও চালু লব্জ হল- 'দ্য ফ্যামিলি ইটস টুগেদার, স্টেজ টুগেদার'। প্রায় সেই ট্র্যাডিশন মেনেই তৈরি হয়েছে নতুন আর একটি লব্জ। দ্য কাপল ব্যাঙ্কস টুগেদার, স্টেজ টুগেদার। অর্থাৎ, শুধু হৃদয়ই নয়, যে দম্পতি একে অপরের সঙ্গে যত বেশি আর্থিক সম্পর্ক দৃঢ় করে তুলতে পারবে, তাঁদের সম্পর্কটি টিকে যাওয়ার সম্ভাবনা বেশি। এমনটাই জানাচ্ছে সাম্প্রতিক একটি গবেষণা। কর্নেল বিশ্ববিদ্যালয় এবং কলোরাডো বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে হওয়া এই গবেষণা থেকে জানা গিয়েছে, যে দম্পতিদের জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, তাঁরা তুলনায় অন্যান্যদের থেকে বেশি সুখী।
এই গবেষণায় আরও উঠে এসেছে যে, জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে এমন অন্তত ৬২ শতাংশ দম্পতি একই উপায়ে অর্থ খরচ করেন। যাঁদের জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের সম্পর্কও টিকে থাকে অনেক বেশিদিন ধরে।
এছাড়া, যেসব দম্পতিরা একইসঙ্গে নিজেদের ব্যাঙ্কসহ অন্যান্য আর্থিক ব্যবস্থার দেখভাল করেন, তাঁরা নিজেদের সম্পর্ক নিয়েও বেশি খুশি। শুধু তাই নয়, তাঁরা অর্থ নিজেদের মতো খরচ করলেও তা মেপে করেন। বেহিসেবিভাবে নয়। খরচের মাপেও জীবনের মানে খুঁজে নিতে পারেন তাঁরা।