উত্তরবঙ্গের বক্সাতেও বাঘের অস্তিত্ব। অবশেষে তা স্বীকার করল কেন্দ্র। শনিবার বাঘ দিবসের যে রিপোর্ট পেশ করা হয়েছে, তাতে উল্লেখ করা হয়েছে বক্সার নাম। যেখানে একটি বাঘের সন্ধান পাওয়া গিয়েছে।
উত্তরাখণ্ডের করবেট ন্যাশনাল পার্কে এদিন বাঘ সুমারির রিপোর্ট পেশ করা হয়। পাঁচ বছর আগেও উত্তরবঙ্গের এই অভয়ারণ্যে বাঘের কোনও হদিশ ছিল না। কিন্তু ২০২২ সালে রিপোর্টে দেখা গিয়েছে একটি বাঘ রয়েছে বক্সাতে। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, উত্তরবঙ্গে মোট দুটি বাঘ রয়েছে।
পাঁচ বছরের ব্যবধানে দেশে বাঘের সংখ্যা বেড়েছে। ২০১৮ সালে ভারতে বাঘের সংখ্যা ছিল ৫২৬। পাঁচ বছর পর সেই সংখ্যা এখন ৭৮৫। চার বছরে মধ্যপ্রদেশে বাঘের সংখ্যা বেড়েছে সবচেয়ে বেশি। যা টুইট করে দাবি করেছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।