সামনেই 'ভালোবাসার মরসুম', লাল বেলুন, উপহার, রকমারি চিঠি পাঠানোর দিন। শুরু হবে ভ্যালেন্টাইন্স সপ্তাহও। তবে আপনি যদি হন এখনও সিঙ্গেল, এবং এই ভ্যালেন্টাইন্স ডে'র আগেই যদি মনের মানুষকে বলে দিতে চান মনের কথা তবে মাথায় রাখুন দু'একটা টিপস৷ কথায় বলে, 'First Impression is The last Impression ', অর্থাৎ প্রথম দেখা হওয়া চাই মনের মতো, নইলেই সমূহ বিপদ৷ 'ব্রিটানিয়া রেসকিউ'-এর একটি সাম্প্রতিক গবেষণা বলছে 'ডেটে' প্রথম ২৫ মিনিট ভীষণ মূল্যবান৷
অর্থাৎ ২৫ মিনিটেই ঠিক হবে আপনার সম্পর্কের ভবিষ্যৎ। কারণ গবেষণা বলছে, ডেট ভালো না লাগলে সিঙ্গলরা মাত্র ৫ মিনিটে তা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়ে থাকে। যদিও মানবিকতার খাতিরে, ৫১ মিনিট অবধি তারা অপেক্ষা করে। তাতেও সঙ্গীকে মনের মতো প্রেম প্রস্তাব না দিতে পারলে, সামনের ভালোবাসার দিনেও আপনাকে একাই কাটাতে হবে। অর্থাৎ, মাথায় রাখবেন প্রথম ২৫ মিনিট খুবই গুরুত্বপূর্ণ।