দোলে রং খেলতে ভালোবাসেন অনেকেই। কিন্তু, সেই রং যদি দ্রুত না ওঠে মুখ, মাথার চুল এবং শরীরের অন্যান্য অংশ থেকে? তাহলে? এই নিয়ে দুশ্চিন্তারও শেষ থাকে না অধিকাংশ মানুষের। রং খেলার আনন্দ যত, রং তোলার ঝক্কিও তো তার থেকে কম কিছু নয়, তা রসিকমাত্রই জানেন। কী উপায়? বাতলে দিচ্ছে এডিটরজি বাংলা।
দোলের রং এড়াতে আগের রাতে ত্বকে তেল মালিশ করুন। তারপর মুখ ভালো করে পরিষ্কার করে টোনার দিয়ে ত্বককে হাইড্রেট করুন। ভালো করে ময়শ্চারাইজার লাগান ঘাড় থেকে মুখে। তারপর মুখে মেখে নিতে হবে তেল।
এছাড়া, রং খেলার আগে বেশ খানিকটা সময় ত্বককে বরফ দিয়ে ম্যাসাজ করলেও ভালো কাজ হয়।