প্রবল গরমে জীবন বিপর্যস্ত আবালবৃদ্ধবনিতার৷ তার মধ্যেই আগেভাগেই এই রাজ্যে ঘোষণা করে দেওয়া হয়েছে গ্রীষ্মবকাশ৷ অর্থাৎ, নিজেদের বাড়িতেই বেশিরভাগ সময়ে কাটাবে শিশুরা৷ দেখে নিন এই একমাস আপনার শিশুকে কোন কোন দিকগুলোয় উন্নতি করা যায়।
১) শিশুকে পড়ায় উৎসাহ দিন। যত বেশি পড়বে, তত বেশি জানবে। তার সঙ্গেই তৈরি হবে সুষ্ঠুভাবে চিন্তা করার জন্য প্রয়োজনীয় সুস্থ মন।
২) মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, আইপ্যাড ইত্যাদিতে শিশু অভ্যস্ত হয়ে উঠলে সেই অভ্যাসে নিয়ন্ত্রণ আনার জন্য স্ক্রিন টাইম যতটা সম্ভব কমানোর চেষ্টা করুন
৩) আঁকার জন্য বিভিন্ন জরুরি উপকরণ তুলে দিন আপনার শিশুর হাতে। লেখা এবং গান শোনায় উৎসাহ দিন।
৪) শারীরিক শ্রম দিতে হবে এমন খেলায় অংশ নেওয়ায় উৎসাহ দিন তাদের। সাঁতার, সাইকেল চালানো সহ আউটডোর গেমে অংশ নেওয়ায় উৎসাহ দিন।