গরমে বঙ্গবাসীর প্রাণ ওষ্ঠাগত। এই আবহাওয়ায় আপনার শখের গাছগুলিরও একই অবস্থা। তাই আজ রইল বৈশাখের দহন জ্বালা থেকে আপনার গাছগুলি বাঁচানোর টিপস রইল কয়েকটা।
১. গাছের কোনও পাতা শুকিয়ে গেলেই সঙ্গে সঙ্গে ওটি ছেঁটে ফেলুন। এর ফলে গাছ সতেজ থাকে।
২. এই আবহাওয়ায় গাছগুলি সরাসরি রোদে রাখবেন না। মাঝে মাঝে হালকা রোদ খাওয়াতে পারেন কিন্তু রোদে রাখবেন না।
৩. গরম কালে সন্ধেবেলায় গাছে জল দিন। কিংবা ভোরের দিকেও জল দিতে পারেন।
৪. গরম কালে সার দেওয়া খুব জরুরি। কিন্তু খুব বেশি নয়, এক্কেবারে অল্প পরিমাণে সার দিন।
আরও পড়ুন - খুব গরমে বরফ জলে স্নান করতে পছন্দ করেন! জানেন এতে কী হয়?
৫. গরমকালে গাছ তরতাজা রাখতে গাছের গোড়ায় ব্যবহার করা চায়ের পাতা দিয়ে দিন, এতে গাছ সতেজ থাকে।
৬. গরমে বেশি করে জল দিলে গাছ ভাল থাকে। এই ধারণা ভ্রান্ত। বেশি জল দিলে গাছের গোড়া পচে যেতে পারে। সেক্ষেত্রে গরমে মাঝেমাঝে গাছে জল স্প্রে করতে পারেন।