মার্চের শুরু থেকেই প্রবল গরমে হাঁসফাঁস করছে শহরবাসী । ফেব্রুয়ারির শেষ থেকেই ফ্যান চালানো শুরু করেছেন অনেকে । আর মার্চ পড়তেই অনেক বাড়িতে চলছে এসিও । ফলে গরম পড়তে না পড়তেই ইলেকট্রিসিটি বিলের কথা ভেবে ঘাম ঝরছে মধ্যবিত্তের।
কিন্তু যদি ঠিকঠাক ভাবে এসি চালানো যায় তাহলে গরমে অনেকটাই কম বিল আসবে। কিন্তু কীভাবে ?
এসির সঙ্গে সিলিং ফ্যান চালিয়ে দিন। এতে আপনার ঘর দ্রুত ঠান্ডা হবে। বিদ্যুতের বিলও নিয়ন্ত্রণে থাকবে।
অনেকে কিছুক্ষণের জন্য এসি চালিয়ে তারপর ফ্যান চালান । এর থেকে আপনি এসি এবং ফ্যান একসঙ্গে চালালে আপনার ঘর দ্রুত ঠান্ডা হবে।
যখন এসি চালাচ্ছেন তখন খুব জোরে ফ্যান চালাবেন না । বরং ধীরে ফ্যান চালালে সহজেই ঘরে ছড়িয়ে পড়বে ঠান্ডা বাতাস । তবে ঘর ঠান্ডা হয়ে গেলে এসি বন্ধ করে দিতে পারেন । এক্ষেত্রে ফ্যানের স্পিড সামান্য বাড়িয়ে দিলে বাঁচবে খরচ ।
আরও পড়ুন - দোল ও হোলিতে অনিয়ম করে ওজন বেড়েছে, সুস্থ হয়ে ওঠার টিপস দিচ্ছে এডিটরজি বাংলা
এছাড়াও বিদ্যুতের বিল কম আসার জন্য এয়ার কন্ডিশনারের তাপমাত্রা কম করে চালানো উচিত। এতে কম্প্রেসারের উপর কম চাপ পড়ে। ফলে কম আসে বিদ্যুতের বিল।