শীত পড়া মানেই খুশখুশে কাশি, সর্দি আর মুহুর্মুহু ঠান্ডা লেগে যাওয়া। কিন্তু আমবাঙালির এই ঠান্ডা লাগায় ভরসা থাকে ‘বুড়ো সাধুতে’ , গরম জলে দু ঢোক রাম গলায় ঢেলে নিলেই নাকি সর্দি কাশি পালায়। সত্যিই কি তাই? কী বলছেন চিকিৎসকেরা?
ঠান্ডার সময় রাম খেলে সর্দি কাশি দূর হয়, এই বিশ্বাস আরও অনেক কিছুর মতোই বাঙালিরা ব্রিটিশদের থেকে অর্জন করেছেন। কিন্তু চিকিৎসকদের মতে কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুয়ো এবং ভ্রান্ত।
Smell in Socks: শীতে মোজা খুললেই পা থেকে বিকট দুর্গন্ধ বের হয়? এই ৫ টোটকাতেই হবে সমাধান
কলকাতার জনপ্রিয় চিকিৎসক ডাঃ অরিন্দম বিশ্বাস, এইসময় ডিজিটালকে জানান, ব্রিটিশদের থেকে এই বিশ্বাস এসেছে, কিন্তু একথা সম্পূর্ণ ভ্রান্ত। রাম বা ব্র্যান্ডি খেলে কিছু সময়ের জন্য শরীর গরম হয় ঠিকই কিন্তু সেটা ১৫ মিনিটের জন্য। তাঁর মতে, একথা প্রথমেই বুঝে নেওয়া উচিত যে, সর্দি কাশি হচ্ছে সংক্রমণের প্রতিফলন। আর অ্যালকোহল কখনও সংক্রমণ সারাতে পারে না।