আজ দিনটা এক্কেবারে নয়-ছয়! ভাবছেন, বাজে কথা? আপনার তো সকাল থেকে দিব্বি কাটছে! আহা তাতে কী? দিনটা যে সত্যিই নয়-ছয়। আজ ৬ সেপ্টেম্বর (6th September)। আপনি বলবেন ছয়-নয়। তবে পশ্চিমী দেশে যেভাবে তারিখ লেখে, তাতে প্রথমে আসে, মাস, তারপর তারিখ, তাহলে নয়-ছয় হলো তো নাকি?
তবে ক্যালেন্ডারে (Calender) নয়-ছয় হলেও দিনটাকে নয়-ছয় করবেন না যেন! এক একটা দিন আসলে জীবনের মিনিয়েচার। তাই জীবনটা সুন্দর করে তুলতে প্রতিটা মুহূর্ত করে তুলুন সুন্দর। বাঁচার মতো বাঁচুন, কোনও আফসোস না রেখে।
ক্যালেডারের তারিখ নিয়ে হাসি-মশকরা চলুক, তবে জীবনের কোনও মুহূর্তই যেন নয়-ছয় না হয়, একটু খেয়াল রাখুন।
Durga Puja in Africa: কৈলাস থেকে কুমোরটুলি হয়ে মাসাইমারায় সপরিবারে দুর্গা! এবার আফ্রিকায় অকাল বোধন