আজ কালীপুজো আজ। বাঙালির ঘরে ঘরে আজ শক্তির উপাসনা। সারা ভারতজুড়ে একই দিনে উদযাপিত হয় আলোর উৎসব দীপাবলি। সারা বছরের আঁধার মুছে ফেলে আলোকমালায় সেজে উঠুক জীবন- এই প্রত্যাশায় আনন্দে ভরে উঠুক আলোর উৎসব।
দীপান্বিতা অমাবস্যায় এই পুজোর চল বলে একে দীপান্বিতা কালীও বলে। বাংলার নানা প্রান্তেই বেশ ধুমধাম করে এই পুজোর চল। সন্ধে নামতে না নামতেই আলোয় সেজে উঠবে চারপাশ। অমাবস্যার ঘোর আঁধার কাটাতে গৃহস্থের ঘরে ঘরে জ্বলবে প্রদীপ। তারাপিঠে শুরু হয়ে গিয়েছে শ্যামা মায়ের আরাধনার প্রস্তুতি।
Anik Dutta: অসুস্থ পরিচালক অনীক দত্ত, যেতে পারছেন না নতুন ছবির শুটিং ফ্লোরে
পূর্ববঙ্গীয়দের মধ্যে এই দিনে অলক্ষ্মী বিদায়ের চল আছে, কালী পুজোর আগে লক্ষ্মী পুজোর চল রয়েছে।