আজ কালীপুজো । ভারতের বিভিন্ন প্রান্তে দীপাবলি, আলোর উৎসব । ঘরে ঘরে জ্বলে উঠবে প্রদীপ,জ্বলবে মোমবাতি । অশুভ শক্তি দূর করে শুভ শক্তিকে আহ্বান জানাবেন গৃহস্থরা । পৃথিবীর সকল অন্ধকার মুছে যাক আলোর ছটায় । জীবন হয়ে উঠুক সুন্দর ও আনন্দে ভরপুর ।
এবছর কালীপুজোর দিন অমাবস্যা তিথি পড়ছে ২৪ অক্টোবর বিকেল ৪ টে ৫৭ মিনিটে । ২৫ অক্টোবর বিকেল ৪ টে ২৬ মিনিটে ছাড়বে । কালীপুজো উপলক্ষে সেজে উঠেছে কালী মন্দিরগুলিতে । কালীঘাট, তারাপীঠ, দক্ষিণেশ্বরে পুজোর প্রস্তুতি চলছে জোরকদমে । এদিন, বাঙালি বাড়িতে লক্ষ্মী পুজোর চল রয়েছে । কালীপুজোর দিন অলক্ষ্মী দূর করার নিয়ম রয়েছে । অবাঙালি পরিবারে দিওয়ালির উৎসবে হয় লক্ষ্মী-গনেশ পুজো । এদিন, তাঁরা রঙ্গোলি এঁকে সাজিয়ে তোলেন ঘর । উপহার আদান-প্রদান হয় । এখন অবশ্য বাঙালিদের মধ্যে রঙ্গোলি দেওয়ার নিয়ম চালু হয়েছে । সন্ধে হলেই শুরু হয় বাজি পোড়ানো ধূম । অনেক রাত পর্যন্ত চলে আলোর উৎসবের উদযাপন ।
তবে উৎসবের আনন্দ যাতে মাটি না হয়ে যায়, তাই কিছু সতর্কতা অবলম্বন অবশ্যই জরুরি। দীপাবলিতে শব্দবাজি নিয়ে নিষেধাজ্ঞা আছে। আলোর বাজিতেও থাকে একাধিক ঝুঁকি। তাই বাজি পোড়ানোর সময় কিছু বিষয় মাথায় রাখা আবশ্যক । বাড়িতে বৃদ্ধ বা বাচ্চা কেউ থাকলে, তাদের সামনে বাজি না পোড়ানোই ভাল। বাজি ফাটানোর সময় ঘিঞ্জি জায়গা এড়িয়ে চলার চেষ্টা করবেন। সুতির জামা পরার চেষ্টা করুন। দাহ্য পদার্থ নেই এমন জায়গায় বাজি ফাটান। একটু সতর্ক হলেই উৎসবের আনন্দ আর মাটি হবে না । বরং, আনন্দের স্মৃতি হয়ে থাকবে ।
মা কালীর আগমনে জগতের সমস্ত কালিমা মুছে যাক... এটাই কামনা । এডিটরজি বাংলার তরফ থেকে সকলকে কালীপুজো ও দীপাবলির শুভেচ্ছা ।