দু'বছরের অতিমারী পেরিয়ে কিছুটা স্বস্তির পুজো। শুরু হয়ে গেল উৎসবের মরশুম। আজ মহাপঞ্চমী, আজই আনুষ্ঠানিক ভাবে দুর্গার আগমনের দিন। দীর্ঘ অপেক্ষার পর মা আসছেন। কত আশা, অপেক্ষা, যত্ন নিয়ে তৈরি হচ্ছে বাংলা।
এবছরই বাংলার দুর্গা পুজোকে ওয়র্ল্ড হেরিটেজের তকমা দিয়েছে ইউনেস্কো। বাংলার একাধিক পুজো ঘুরে দেখছেন ইউনেস্কোর আধিকারিকরা। শহরের অধিকাংশ পুজোর উদ্বোধনই অবশ্য হয়ে গিয়েছে মহালয়ার পর থেকেই।
আগামী ৬টা দিন সব মালিন্য ভুলে থাকার, ভুলিয়ে রাখার। শুভ হোক পঞ্চমী। এডিটরজি বাংলার তরফে রইল উৎসবের শুভেচ্ছা।