আজ সরস্বতী পুজো। দিনটি মাঘ পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। বাঙালির ঘরে ঘরে আজ বিদ্যেধরীর আরাধনার আয়োজন চলছে। পুজো শেষ হলেই মাঠে নামবে সাদা পাঞ্জাবি আর বাসন্তী শাড়ির ঢল। স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও পুজোর আয়োজন চলছে ঘরে ঘরে।
এ শুধু হিন্দুদের উৎসব ভাবলে ভুল করবেন। ইতিহাস বলে, দ্বাদশ শতাব্দী থেকে বসন্ত পঞ্চমী পালন করে আসছেন সুফিরাও। কথিত আছে, কিংবদন্তী কবি আমির খুসরো এই দিনে হলুদ পরতেন, বিষণ্ণ চিস্তি সন্ত নিজামুদ্দিন আউলিয়ার মন ভালো করতে।
উৎসব আসলে মানুষকে কাছে কাছে নিয়ে আসার দিন। এই যে সারাদেশ জুড়ে নানা লোকাচার, সবের পেছনেই কিন্তু একটাই সুর, লেগে লেগে থেকে জীবন উদযাপন।