সড়ক পথে গাড়ি নিয়ে দূরে কোথাও গেলে টোল ট্যাক্স দিতে হয় সকলকে। এই ট্যাক্স দিলে একটি রশিদ দেওয়া হয়। কিন্তু অভ্যাস বশত অনেকেই ট্যাক্স দেওয়ার পর রশিদটা ফেলে দেন। কিন্তু জানেন কি ন্যাশনাল হাইওয়ে টোলবুথ থেকে দেওয়া এই রশিদ কাছে রাখলে আপনি বেশ কয়েকটি ইমারজেন্সি সুবিধা পেতে পারেন।
১. পথে যে কোনও রকমের সমস্যায় পড়লে এই রশিদে থাকা হেল্পলাইন নম্বর ১০৩৩ বা ১০৮ নম্বরে ফোন করলেই আপনি তৎক্ষণাৎ যে কোনও রকম সমস্যায় সাহায্য পাবেন।
২. ভ্রমণের সময় যে কোনও মেডিক্যাল ইমারজেন্সি দেখা দিলে রশিদে থাকা ৮৫৭৭০৫১০০০ এবং ৭২৩৭৯৯৯৯১১ নম্বরে ফোন করলেই ১০ মিনিটের মধ্যে অ্যাম্বুল্যান্স পরিষেবা আবেন। তাও আবার বিনামূল্যে।
আরও পড়ুন - জল খেলেই ঝরবে ওজন! জানুন 'ওয়াটার ফাস্টিং' সম্পর্কে
৩. হঠাৎ গাড়ির জ্বালানি ফুরিয়ে গেলে রসিদের ৮৫৭৭০৫১০০০ এবং ৭২৩৭৯৯৯৯৪৪ নম্বরে ফোন করলে আপনাকে ৫ থেকে ১০ লিটার পেট্রোল পৌঁছে দেওয়া হবে। যদিও এক্ষেত্রে আপনাকে পেট্রোলের দাম দিতে হবে।
৪.আপনার গাড়িতে কোনও সমস্যা হলে টোল কোম্পানি আপনাকে বিনামূল্যে নিকটস্থ পেট্রোল পাম্পে পৌঁছে দেবে।
তবে, এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে, নিজস্ব টোল রসিদ থাকতে হবে। কোনও পুরানো রশিদের হেল্পলাইন নম্বরে ফোন করলে সাহায্য পাবেন না।