হাতে পরপর কাজ, শুটিং-এর শিডিউল, রাজনীতির কেরিয়ার, ভয়াবহ সব ব্যস্ততা সামলেও বাংলার স্টুডিও পাড়ার অনেক তারকারই, বিশ্বাস করেন চরৈবতি-মন্ত্রে। মজার ব্যাপার, সিঙ্গল অভিনেত্রীরাই কিন্তু যখন তখন বেরিয়ে পড়েন বেশি, কাজ থেকে একটু ছুটি পেলেই।
সোহিনী (Sohini Sarkar) যেমন সুযোগ পেলেই বেরিয়ে পড়েন, পাহাড়ে, সমুদ্রে, যখন যেখানে মন চায়। সোলো ট্রিপেই বেশি স্বচ্ছন্দ অভিনেত্রী।
মধুমিতারও (Madumita Sarcar) পায়ের তলায় সর্ষে। হাতে ছুটি থাকলেই পিঠে উঠে যায় রুকস্যাক। বেরিয়ে পড়েন কোথাও না কোথাও।
মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), অভিনয়ের পাশাপাশি সাংসদের দায়িত্ব সামলে ঠিক সময় বয়ের করে নেন মিমি। দেশ বিদেশে ঘুরে বেড়ান।
রচনা বন্দ্যোপাধ্যায়কে (Rachana Banerjee) অবশ্য সিঙ্গল হলেও সংসারী, ছেলে তাঁর সঙ্গেই থাকে। কিন্তু তা বলে নিজের সখ আহ্লাদ বিসর্জন দেননি 'দিদি নম্বর ওয়ান'। তাঁরও পায়ের তলায় সর্ষে।