মঙ্গলবার সকাল থেকেই দেশজুড়ে চলছে শিবরাত্রি (Shivratri) উদযাপন। বিনোদন জগতই বা বাদ থাকে কেন? দিনভর উদযাপনে শামিল তাঁরাও।
বলিউডের সবচেয়ে আলোচ্য নিউ মম প্রিয়াঙ্কা চোপড়াও (Priyanka Chopra) শিবরাত্রির পুজো করলেন ঘটা করে। পাশে অবশ্যই স্বামী নিক জোনাস।
সদ্য বিয়ে করা বলিউড কাঁপানো বঙ্গ ললনা মৌনী রায় (Mouni Roy) পোস্ট করলেন ভোলেনাথের নানা স্থপত্যর সঙ্গে তাঁর নিজের ছবি।
সকাল সকাল শিবের মাথায় জল ঢেলেছেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় সে ছবিও পোস্ট করেছেন মিমি। মুখেড় মাস্ক বলে দিচ্ছে, বাড়িতে নয়, শিবরাত্রি করতে মন্দিরেই গিয়েছেন মিমি।
সোশ্যাল মিডিয়ায় শিবরাত্রির শুভেচ্ছা জানিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। সঙ্গে মহাদেবের ভঙ্গিতে দাঁড়িয়ে অভিনেত্রীর একটি নাচের মুদ্রারত ছবিও রয়েছে পোস্টে।