দক্ষিণবঙ্গে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সূর্যের চোখরাঙানি থেকে বাঁচতে উত্তরবঙ্গে যাওয়ার পরিকল্পনা করছেন অনেকেই। কিন্তু অতি চেনা জায়গাগুলোতে বড্ড ভিড়। সেই কারণেই আজ রইল কয়েকটি পাহাড়ি গাঁয়ের হদিশ। যেখানে নিশ্চিতে কটা দিন কাটাতে পারবেন।
বানকুলুং
মিরিকের কাছে এক্কেবারে কাছে ছোট্ট এই গ্রাম। দূরত্ব মাত্র ১৬ কিলোমিটার। এই গ্রামের উপর দিয়ে গিয়েছে বালাসন এবং মুরমাহ নদী। শহরের কোলাহল থেকে দূরে যেতে চাইলে কটা দিন এখানে থেকে আসতে পারেন।
মঝউলে
সিকিম সীমানার পাহাড়ি নদীর পাশে একটি গ্রাম মঝউলে। পশ্চিমবাংলার গ্রাম হলেও এখানের সংস্কৃতি সিকিম ঘেঁষা। পেডোং এবং ঋষিখোলার কাছাকাছি এই গ্রাম থেকে খুব সহজেই সিল্ক রুট ট্রেক করা সম্ভব।
তেনারাবং
কালিম্পং শহর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরের একটি গ্রাম এই তেনারাবং। পাহাড়ে ঘেরা এই গ্রাম সারা বছরই কুয়াশায় ঢাকা থাকে। এখানে রং বেরঙের প্রচুর ফুল এবং অর্কিড দেখা যায়।
আরও পড়ুন - এই গরমে ঘেমে-নেয়ে কাহিল? রইল ঘাম কমানোর ছয় ঘরোয়া উপায়
ঋষিহাট
দার্জিলিংয়ের ছোট একটি গ্রাম ঋষিহাট। অল্প কয়েকজন পাহাড়ি মানুষের বাস এই গ্রামে। অতিথি আপ্যায়নের জন্য গোটাকয়েক হোমস্টে রয়েছে। এখানে থেকে সরাসরি কাঞ্চনজঙ্ঘার শোভা দেখতে পাবেন ।