ফ্লাইট ধরা নিয়ে একটা ঝক্কি বা টেনশন কিন্তু সকলের মধ্যেই কাজ করে। এতো আর ট্রেন ধরা নয়, লেট হবে বা কোনওরকমে দৌড়ে গিয়ে উঠে পড়তে পারলেই হল! ফ্লাইট ধরতে গেলে হাতে বেশ কিছুটা সময় নিয়ে যেতে হয়। কিন্তু বিমান সংস্থার কর্র্মী কিন্তু জানাচ্ছেন, ফ্লাইট ধরতে খানিক দেরী করে গেলেই কিন্তু লাভ বেশি।
তাঁর কথায়, আমাদের ফ্লাইটের সময়ের আগে বিমানবন্দরে পৌঁছাতে বলা হয়। কিন্তু সবসময় তাড়াহুড়ো করার দরকার নেই। কিছু কাজ আগে রেডি রাখলে বিমানবন্দরে একটু সময় নিয়ে পৌঁছলেও চলে কখনও কখনও।
কিছু বিমানবন্দর বড় এবং ব্যস্ত, অন্যগুলো ছোট এবং কম বিশৃঙ্খল। আপনি যদি একটি ছোট বিমানবন্দর থেকে ফ্লাইট করেন, তাহলে আপনার ফ্লাইটের কয়েক ঘণ্টা আগে আপনাকে আসতে হবে না। সময় নিয়ে এলেই হবে। কারণ সেক্ষেত্রে চেকিং এর লাইন অত লম্বা হয়না। এছাড়াও প্রযুক্তির মাধ্যমে, অনলাইনে চেক-ইনকরা যায় , বোর্ডিং পাস ও পাওয়া যায়। এই পদ্ধতিতেও হাতে বেশ কিছুটা সময় পাওয়া যায়।