বর্ষার ছুটিতে অনেকেই ঘুরতে যেতে পছন্দ করেন। আর সামনেই রয়েছে ১৫ অগাস্টের মতো লম্বা উইকেন্ড। ওই সপ্তাহে ১৫ অগাস্টের পরদিন মাত্র একটা ছুটি নিলেই টানা চার দিনের একটা ট্রিপ প্ল্যান করে ফেলতে পারবেন। এডিটরজি-তে রইল ভরা বর্ষায় ঘুরতে যাওয়ার চার নজরকাড়া সমুদ্র সৈকতের হদিশ।
গোপালপুর সি বিচ
ওড়িশার গোপালপুর সমুদ্র সৈকত প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। বর্ষাকালে ক্যাসুয়ারিনা গ্রোভস, নারকেল এবং খেজুর গাছের কারণের আরও অপরূপ হয়ে ওঠে এই সমুদ্র।
মারকুণ্ডি সৈকত
কলকাতার একেবারেই কাছেই রয়েছে এই সমুদ্র সৈকত। ওড়িশার গঞ্জাম জেলার এই সৈকতে খুব কম মানুষের আনাগোনা। গোপালপুর সমুদ্র সৈকতের থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে রয়েছে এই বিচ।
ডুবলাগরি সমুদ্র সৈকত
ছুটি কাটাতে অনায়াসেই বেড়িয়ে আসতে পারেন ডুবলাগরি সি বিচ থেকে। বর্ষাকালের মেঘলা দুপুরে নির্জন এই সমুদ্র সৈকত আপনার পারফেক্ট মনসুন ডেসটিনেশন। সঙ্গে বাড়তি পাওনা ঝাউবনের জঙ্গল আর লাল কাঁকড়ার ঝাঁক।
চাঁদিপুর সমুদ্র সৈকত, ওডিশা
ওড়িশার চাঁদিপুরের সমুদ্র সৈকত পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। কিন্তু ভাটার সময় সমুদ্র ৫ কিলোমিটার পর্যন্ত সরে যায়। তবে, বর্ষাকালে মেঘলা আকাশের পাশাপাশি এই সমুদ্র আলাদাই রূপ নেই।