পুজোর ছুটিতে (Durga Puja 2023) ঘুরতে যাবেন ভাবছেন। অথচ সেই এক ঘেয়ে দি,পু,দা অর্থাৎ দিঘা, পুরি, দার্জিলিং যেতে মন চাইছে না। তাহলে আজ রইল অফবিট (Travel Destination) পাহাড় এবং সমুদ্রে ঘুরতে যাওয়ার ঠিকানা।
প্রথমে দেখে নেওয়া যাক অফবিট সমুদ্রের ঠিকানা। কলকাতার খুব কাছেই রয়েছে হেনরি আইল্যান্ড। বকখালির থেকেও এই ডেস্টিনেশন অত্যন্ত জনপ্রিয়। প্রিয়জনের সঙ্গে নিরিবিলিতে পুজো কাটাতে এই আইল্যান্ডের জুড়ি মেলা ভার। এটি আদতে ম্যানগ্রোভের জঙ্গলে ঘেরা একটি সবুজ দ্বীপ। যার শেষ প্রান্ত ছুঁয়েছে বঙ্গোপসাগরে।
যদি সমুদ্রে যেতে না পছন্দ না করেন, আপনার পছন্দের তালিকায় যদি পাহাড় থাকে তাহলে আপনি ঘুরে আসতে পারেন এই রাজ্যের শেষ পাহাড়ি সীমানার একটি ছোট্ট গ্রাম সাঙ্গসের। কালিংপংয়ের ৩৯টি গ্রামের মধ্যে একটি গ্রাম এই সাঙ্গসের।
আরও পড়ুন - সর্দি-কাশি-জ্বর যেন মাটি না করে পুজোর আনন্দ, ইমিউনিটি বাড়াতে এই নিয়মগুলো মানছেন তো?
পাহাড়ের কোলের এই গ্রামের চারিদিক ঘিরে রয়েছে অপরূপ চা বাগান। পাশেই রয়েছে পাহাড়ি রাস্তা যেখানে পুজোর ছুটিতে অনায়াসেই ট্রেকিং করার সুযোগও পাবেন। এছাড়াও পাহাড়ি ঝর্না আর পাইন ঘেরা এই গ্রাম পুজোর ছুটি কাটানোর একেবারেই উপযুক্ত।