বর্ষায় ঘুরতে যাবেন আবার পাতে পড়বে গরম গরম ইলিশ মাছ ভাজা। সেই কারণে দিঘা, মন্দারমণি যান অনেকেই। কিন্তু শুধু সাগরপাড়েই নয়। রুপোলী ফসলের স্বাদ নিতে ঘুরে আসতে পারেন দামোদর ও রূপনারায়ণ নদীর পাড়ের ছোট্ট গ্রাম গেঁওখালি থেকে।
কীভাবে যাবেন?
কলকাতা থেকে হলদিয়া যাওয়ার পথেই পড়বে গেঁওখালি। ট্রেন এবং লঞ্চ দুই পথেই যাওয়া যায়। এখানে রামকৃষ্ণ আশ্রম রয়েছে যেখানে আপনি থাকতে পারবেন। এছাড়াও চারপাশে প্রচুর বাগান, নানা রকমের ফল-ফুলের গাছ রয়েছে।
আরও পড়ুন - স্বাধীনতা দিবসের ছুটিতে ঘুরে আসুন ঘরের কাছের এই ৫টি জায়গা থেকে
একইসঙ্গে লঞ্চে করে দামোদর ও রূপনারায়ণ নদী ঘুরে দেখতে পারেন। উপরি পাওনা ইলিশ মাছের আড়ত। যেখান থেকে অনায়াসেই রূপনারায়ণের ইলিশ নিয়ে ফিরতে পারবেন।