উইকেন্ডে (Weekend Trip) ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন। অথচ আপনারা সকলেই অবিবাহিত (Unmarried)। এক্ষেত্রে হোটেলে (Hotel Rules) থাকা নিয়ে সমস্যা হতে পারে ভাবছেন? মাথায় রাখুন এই নিয়মগুলি।
১. অবিবাহিতরা একসঙ্গে থাকতে পারবেন না, এরকম কোনও আইন ভারতবর্ষে নেই। কাজেই ঘুরতে গেলে থাকার কোনও সমস্যা হবে না। এরপরেও যদি কেউ এই বিষয়ে আপত্তি করে, আপনি আইনি ব্যবস্থা নিতে পারেন।
২.তবে, এক্ষেত্রে সকলের বয়স হতে হবে ১৮ বছর। সঙ্গে রাখতে হবে আধার, ড্রাইভিং লাইসেন্স বা প্যানকার্ডের মতো আইডি প্রুফ।
আরও পড়ুন - আপনি কি সবসময় অন্যকে খুশি রাখার চেষ্টা করেন ? কীভাবে বুঝবেন আপনি পিপল প্লিজার, রইল টিপস
৩. কোনও কোনও হোটেলের নিয়ম থাকে ছেলে মেয়ে একসঙ্গে থাকতে পারবেন না। সেক্ষেত্রে ব্যতিক্রম হলেও দেহব্যবসা, মাদকের সংযোগ বা অন্য কোনও অবৈধ কাজে না যুক্ত থাকলে শুধুমাত্র এই কারণে পুলিশের হাতে গ্রেফতার হওয়ার কোনও ঝুঁকি নেই।