বেশির ভাগ অ্যাডভেঞ্চারপ্রেমীই (Adventure) ছুটির দিন বেরিয়ে পড়তে ভালবাসেন। সেক্ষেত্রে কেউ বাস, ট্রাম অথবা অ্যাপ ক্যাবের উপরে ভরসা করেন। অনেকেরই আবার পছন্দের তালিকায় থাকে নিজের প্রিয় বাহনটি। কিন্তু বাইক (Bike Ride) নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন কয়েকটি বিষয়।
বেরোনোর আগে বাইকটি ভাল করে পরীক্ষা করে নেবেন। চাকায় হাওয়া, ব্রেক ঠিক আছে কি না, পর্যাপ্ত পরিমাণ পেট্রোল আছে কি না সেসব দেখে নিতে হবে।
বাইক নিয়ে বের হলে সর্বদা হেলমেট পরে থাকা উচিত। লং ড্রাইভে গেলে গ্লাভস, হাঁটু প্যাড এবং একটি রাইডিং জ্যাকেট পরে নেওয়া প্রয়োজন।
বেরোনোর আগে ভাল করে রাস্তা পরিকল্পনা করে নিন। যাতে মাঝ রাস্তায় কোনও সমস্যায় না পড়তে হয়।
আরও পড়ুন - নামে কী আসে যায়! বেগুনের গুণ কিন্তু নেহাত কম নয়, জানুন উপকারিতা
সর্বদা ট্রাফিক আইন মেনে চলুন। অচেনা বা বিপদজনক রাস্তা এড়িয়ে চলুন।
লংড্রাইভের ক্ষেত্রে নির্দিষ্ট পথ যাওয়ার পর বিশ্রাম নিন। শরীরকে হাইড্রেটেড রাখুন।