চারধাম যাত্রাকে সহজ করতে উদ্যোগী হল আইআরসিটিসি। কেদার-বদ্রী-গঙ্গোত্রী-যমুনোত্রী যাত্রায় এবার দারুণ অফার নিয়ে এল তারা। ১১ রাত ও ১২ দিনের প্যাকেজ শুরু হবে মাত্র ৬৭,০০০ টাকা থেকে, এমনটাই জানিয়েছে তারা। এই প্যাকেজ ট্যুরে মুম্বই-দিল্লি দিয়ে সফর শুরু করে কেদার-বদ্রী হয়য়ে ফের মুম্বই এসে শেষ হবে সফর।
পরিষেবার হাল-হকিকত
দিল্লি বিমানবন্দর থেকে লোকাল ট্রান্সপোর্ট, থাকার ব্যবস্থা সহ সকালের ব্রেকফাস্ট ও রাতের ডিনারের ব্যবস্থা থাকবে। এছাড়া ট্রাভেল ইনসিওরেন্সের ব্যবস্থাও করা হবে বলে খবর।
প্যাকেজের খরচ
মাথাপিছু খরচ পড়বে ৯১,৪০০ টাকা।