কথায় বলে বাঙালির 'জাতীয় উৎসব' দুর্গাপুজো। কিন্তু সেই পুজো এলে আর আটকে রাখা রাখা যায় না মানুষকে। পুজোর ছুটিতে ভ্রমণপিপাসু বাঙালির ঘুরতে যাওয়া মাস্ট। তবে যাই হয়ে যাক, পাহাড়-সমুদ্র এখনও বাঙালির হট ফেভারিট। কিন্তু এই ঘুরতে যাওয়ার সময়টা বাঙালি খাবার মুখে না উঠলে হয়! সেরকমই এক ব্যবস্থা করে ফেলল আইআরসিটিসি (IRCTC)। এবার ট্রেনে জার্নিতেই মিলবে বাঙালি খাবারের স্বাদ।
২ অক্টোবর থেকে IRCTC রাজধানী, শতাব্দী ও দুরন্ত এক্সপ্রেসে শুরু হবে পুজো স্পেশাল বাঙালি খাবার। বাঙালি খাবারে সাজানো হয়েছে গোটা মেনু। মাছ, মাংস, পোলাও-কালিয়ার পাশাপাশি থাকছে লুচি, ছোলার ডালও।
আরও পড়ুন- Durga Puja: Flower Market: পুজো আসছে, আশায় বুক বাঁধছেন পদ্মচাষিরা
তবে এখানেই শেষ নয়। হাওড়া ও শিয়ালদার ফুড প্লাজাতেও থাকছে পুজো স্পেশাল বাঙালি খাবার। ট্রেনের অপেক্ষার মাঝে লাঞ্চ বা ডিনার করতে নিশ্চিন্তে ঢুকতে পারেন স্টেশনের ফুড প্লাজায়। স্টেশনগুলির ফাস্টফুড সেন্টার ও ফুডপ্লাজাতে মিলবে একাধিক বাঙালি পদ। লুচি, আলুর দম, ছোলার ডাল, ছানার কোপ্তা, পোলাও, মাছের ঝোল, পাঠার মাংস, চিংড়ি মাছের মালাইকারির পাশাপাশি থাকবে একাধিক মিষ্টির পদ। এর সঙ্গেই অন্যান্য সময়ের মতো পাওয়া যাবে বিরিয়ানি ও মাংসের একাধিক পদ।