অগাস্টের ছুটিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন। তাহলে আজ জেনে নেওয়া যাক বেশ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি অফবিট ডেস্টিনেশন (Off Beat Destination) সম্পর্কে।
তুলিন
পশ্চিমবঙ্গ আর ঝাড়খন্ডের ঠিক সীমান্তের একটি ছোট্ট গ্রাম তুলিন (Tulin)। এটি পুরুলিয়ার শেষ গ্রামও বটে। এই গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলেছে সুবর্ণরেখা নদী। আর এই গ্রামে মাথা তুলে দাঁড়িয়ে আছে বানসা পাহাড়। একদিনে পাহাড় অন্যদিকে নদী, সঙ্গে দোসর সাঁওতালী গান।
রামধুরা
কয়েকদিনের ছুটি নিয়ে যদি পাহাড় ঘুরতে যেতে চান তাহলে আপনার জন্য আদর্শ জায়গা কালিম্পং থেকে ১৫ কিলোমিটারের দূরের পাহাড়ি গ্রাম রামধুরা (Ramdhura)। সবুজে ঘেরা এই গ্রাম থেকে কাঞ্চনজঙ্ঘারও দেখা মেলে।
আরও পড়ুন - সুগার কমাতে চান ? কিংবা হজমের সমস্যায় জেরবার ? এক চুমুক নীল চায়েই সমস্যার সমাধান !
বারি কোঠী
অফবিট জায়গায় ঘুরতে যাওয়ার পাশাপাশি যদি প্রাসাদে থাকতে চান তাহলে আপনার জন্য পারফেক্ট জায়গা বারি কোঠী (Bari Kothi)। মুর্শিদাবাদ ঘোরা সহ রাজকীয় এই মহল, খাওয়া দাওয়া আর তার পরিবেশ আপনার ছুটিতে অন্যমাত্রা যোগ করবে।