বর্ষাকালে অনেকেই পাহাড় এড়িয়ে চলেন। কিন্তু বর্ষায় রূপ খোলে প্রকৃতির। সেই কারণেই বর্ষায় নিরিবিলিতে ঘুরে আসতে পারেন বেশ কয়েকটি জায়গায়।
অরুণাচল প্রদেশের উত্তর পূর্বের একটি খুব সুন্দর জায়গা তাওয়াং। তিব্বত ও ভুটান সীমান্তের এই জায়গায় খুব বেশি পর্যটকের ভিড় থাকে না। এখানকার মূল আকর্ষণ তুষারঢাকা পাহাড় আর বৌদ্ধ বিহার।
বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে প্রায় ৬৫ কিলোমিটার উত্তরে এবং ভুটান-ভারত সীমান্তের প্রায় ১০০ কিমি দক্ষিণে অবস্থিত পাহাড় এবং ঝরনা ঘেরা জায়গা শিলং। যা বর্ষাকালে ঘোরার জন্য আদর্শ একটি গন্তব্য।
আরও পড়ুন - নিকটজনদের বদলে অচেনাদের কাছে মনের ঝাঁপি খোলা কেন সহজ?
তামিলনাড়ু মানেই পর্যটকরা উটি আর কোদাই কানালের দিকে যান। সেই কারণেই তেমন একটা ভিড় চোখে পড়ে না ইয়ারকাডে। এখানের শীতল আবহাওয়া আর বিস্তর কফি বাগানে ঘেরা মনোরম পরিবেশ মুগ্ধ করবে আপনাকে।