অনেকেই বর্ষায় ঘুরতে যেতে পছন্দ করেন। কারণ এই সময়ে প্রকৃতি আরও সুন্দর এবং মনোরম হয়ে ওঠে। কিন্তু বর্ষা কালে বেড়াতে যাওয়ার আগে বেশ কিছু বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।
১. বর্ষাকালে কখনও আকাশ মেঘলা আবার কখনও রোদেলা। অর্থাৎ কখনও বৃষ্টি আবার কখনও রোদ সেই কারণেই জুতোর দিকে খেয়াল রাখা প্রয়োজন। জলে ভিজলেও যাতে সমস্যা না হয় এমন জুতো পরা উচিত।
২. বর্ষাকালে জামা কাপড়ের দিকেও খেয়াল রাখা উচিত। বৃষ্টিতে ভিজে গেলে যাতে সহজেই শুকিয়ে যায় সেদিকে নজর রেখে সুতির বদলে সিনথেটিকের জামা পরা উচিত।
৩. বর্ষাকালে জ্বর, পেটের গোলমাল লেগেই থাকে তাই যথাসম্ভব বাইরের খাবার এড়িয়ে চলা উচিত। বদলে বাড়ির খাবার বা শুকনো খাবার খাওয়া উচিত।
আরও পড়ুন - বর্ষার অফবিট ডেসটিনেশন, ঘুরে আসুন এই জায়গাগুলিতে
৪. বৃষ্টি এলে যাতে ভিজে না যায় সে কথা মাথায় রেখে ওয়াটার প্রুফ ট্রাভেল ব্যাগ ব্যবহার করুন।
৫. বর্ষায় মশার হাত থেকে বাঁচতে হাত-পা ঢাকা জামা পরুন। সঙ্গে রাখুন অ্যান্টিসেপ্টিক ক্রিম।