কথায় বলে বাঙালির পায়ের তলায় সর্ষে। আর বর্ষাকাল মানেই ঘুরতে যাওয়ার আদর্শ সময়। তাই এক দু'দিনের ছুটি ম্যানেজ করতে পারলে ঢুঁ মেরে আসুন ওড়িশার এই কয়েকটি জায়গায়।
কোরাপুট
বর্ষায় ওডিশা হয়ে ওঠে সবুজ স্বর্গ। বন, পাহাড় আর ঝর্নার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চাইলে ঘুরে আসতে পারেন ওডিশার অফবিট লোকেশন কোরাপুট। দক্ষিণ উড়িষ্যার পূর্ব ঘাট পাহাড়ে অবস্থিত এই ছোট্ট শহরে ঘুরে আসতে পারেন বর্ষাকালে।
দেওমালি
ডুডুমার ডাক। ছোটবেলায় অনেকেই আমরা এই গল্প পড়েছি। ওড়িশায় রয়েছে এই ডুডুমা। পশ্চিমঘাট পর্বতমালার অন্যতম সুন্দর জলপ্রপাত এই ডুডুমা। যেটি দেখতে গেলে আপনি যেতে পারেন পড়শি রাজ্য ওডিশার দেওমালিতে। পশ্চিমঘাট পর্বতমালার একটি শৃঙ্ঘ দেওমালি। বর্ষার সময়ই ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট জায়গা এটি।
পেন্ডাজাম হিলটপ
এই পাহাড় কোরাপুটের বিখ্যাত হিলটপের মধ্যে একটি। দু'পাশের সবুজে ঘেরা রাস্তা দিয়ে কিছুটা এগোলেই চোখে পড়বে এই পাহাড়। যার বর্ষার রূপে আপনি মুগ্ধ হতে একপ্রকার বাধ্য।
টেনসা হিল
ওডিশার অদেখা জায়গা গুলির মধ্যে একটি হল টেনসা হিল। এই অফবিট জায়গাটা বর্ষায় ঘুরতে যাওয়ার জন্য এক্কেবারে পারফেক্ট। পাহাড়, ঝর্না এবং জঙ্গলে ঘেরা এই জায়গায় অনায়াসেই কাটিয়ে আসতে পারেন দুটো দিন।
কেওনঝড়
বৃষ্টির দিনে ঘুরে আসতে পারেন ওড়িশার কেওনঝড় থেকে। পাহাড় ও জঙ্গলে ঘেরা ছোট্ট পাহাড়ি শহর হল এই কেওনঝড়। বর্ষাকালে এখানে প্রকৃতির আলাদাই রূপ দেখা যায়। বন, টিলা পাহাড় আর ড্যাম দেখতে পাবেন এখানে।