বর্ষার (Monsoon) মনোরম আবহাওয়ায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন? আজ রইল বর্ষায় ঘুরতে যাওয়ার উপযুক্ত জায়গা মিজোরামের (Mizoram) রাজধানী আইজলের (Aizawl) খুঁটিনাটি।
বর্ষায় কয়েক দিনের জন্য আইজলে একটা ট্রিপ প্ল্যান করতেই পারেন। প্রিয় মানুষটির সঙ্গে নিরিবিলিতে কাটাতে পারেন কয়েকটা দিন। ঝরনা, জলপ্রপাত,জঙ্গল, পাহাড়ি রাস্তা ছাড়াও আইজলে রয়েছে বেশ কয়েকটি নৈস্বর্গিক স্থান।
রুংদিল লেক
মিজোরামে রয়েছে চারটি বড় হ্রদ। যার মধ্যে তৃতীয়টি হল রুংডিল লেক। সুয়াংপুইলান গ্রাম থেকে ১৪ কিলোমিটার দূরে সেটি। ৫ হেক্টর এলাকা জুড়ে রয়েছে এই সুবিশাল হ্রদ। বর্ষায় দ্বিগুণ হয় এই হ্রদের সৌন্দর্য। প্রকৃতির নিস্তব্দতা সঙ্গের পাখিদের কোলাহল ঘেরা এই হ্রদ পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা।
আরও পড়ুন - ছবি তুলতে গিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা, এর নতুন পোশাকি নাম কী জানেন?
রিক পিক
আইজলের সবচেয়ে সুন্দর স্থানগুলির মধ্যে অন্যতম এই রিক পিক। এখান থেকে প্রায় গোটা শহরটাই দেখতে পাওয়া যায়। একদিকে পাহাড়ের অপরূপ সৌন্দর্য, অন্যদিকে কোলাহলহীন শান্ত পরিবেশ আপনার মন কাড়তে বাধ্য।