আসছে বড়দিন এবং নিউ ইয়ার। ফের উৎসবের মেজাজে গোটা বিশ্ব। এইসময় লম্বা ছুটিতে বিদেশ যাওয়ার প্ল্যান করছেন? তাহলে এই কিন্তু সুবর্ন সুযোগ। বেশ কয়েকটি দেশে ভারতীয়দের জন্য লাগছে না ভিসা।
কাছে পিঠে কম খরচে বিদেশ ভ্রমণে যেতে চাইলে, পড়শি দেশ ভুটানে যেতে পারেন। এর জন্য কোনও ভিসা লাগবে না, কেবল প্রবেশাধিকার থাকলেই হবে।
দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া ভ্রমণেও ভিসা লাগবে না। দুর্দান্ত সৈকত, লাক্সারি রিসর্ট সব মিলিয়ে দারুণ বিদেশভ্রমণের সুযোগ।
Gauri Khan: ৩০ কোটির আর্থিক প্রতারণা, গৌরী খানকে নোটিস ইডির
মধুচন্দ্রিমা কিংবা লাভবার্ডসদের জন্য আদর্শ মালদ্বীপ যেতেও লাগে না কোনও টাকা।