রাখি মানেই ভাই-বোনের মধুর সম্পর্ক উদযাপনের দিন। এমন দিনে উপহার দেওয়ার পাশাপাশি চিন্তা থাকে আদরের বোনকে নিয়ে ঘুরতে যাওয়ারও পরিকল্পনা করেন অনেকে।
যারা লং ড্রাইভে যেতে পছন্দ করেন তাঁরা একদিনেই ঘুরে আসতে পারেন এই তিন জায়গা থেকে। রইল হদিশ।
বেনাপুর চর
ভ্রমণ পিপাসুদের দারুন আকর্ষণে বেনাপুর চর। রাখির দিন বোন কিংবা পরিবারের সঙ্গে একদিন কিংবা একবেলার মধ্যেই ঘুরে আসতে পারেন এই জায়গা থেকে। হাওড়া শহর ও কলকাতার মানুষের খুব প্রিয় এই চর। হাওড়ার বেনাপুরের রূপনারায়ণের তীরে অবস্থিত বেনাপুরের সবুজ ঘাসের চর আর প্রাকৃতিক দৃশ্য আপনার মন জয় করতে বাধ্য।
পিয়ালি আইল্যান্ড
মাতলার বুকে পিয়ালির মিশে যাওয়ার এক অপরূপ শোভা দেখতে চাইলে বোন কিংবা পরিবারকে নিয়ে পৌঁছে যেতে পারেন পিয়ালি আইল্যান্ডে। এটিকে সুন্দরবনের প্রবেশপথও বলা হয়। ম্যানগ্রোভের জঙ্গল আর বর্ষার সবুজ দৃশ্য নিমিষেই আপনার ক্লান্তি দূর করবে।
রণডিহা
বর্ষায় কাছে পিঠে লকগেটের জল ছাড়া দেখতে চাইলে পৌঁছে যেতে পারেন বর্ধমানের রণডিহাতে। সপ্তাহ দুই আগেই ডিভিসি বর্ষার জল ছেড়েছে। সেই জলেই রণডিহার রূপ খুলেছে। আপনি কয়েক ঘন্টার লং ড্রাইভে সহজেই পৌঁছে যেতে পারেন এই জায়গায়।
আর যদি কলকাতার মধ্যেই কোথাও যেতে চান তাহলে ঢুঁ মারতে পারেন এই দুই অজানা মিউজিয়ামে।
স্পেস মিউজিয়াম
মহাকাশ জগতের উপর টান থাকলে ঘুরে আসতে পারেন কলকাতার মহাকাশ জাদুঘর থেকে। মহাকাশ বিজ্ঞানের একাধিক মূল্যবান জিনিস দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এই মিউজিয়াম। মুকুন্দপুরেই রয়েছে এই জাদুঘর।
দি আর বি আই মিউজিয়াম
বিবাদিবাগ এলাকার এই মিউজিয়ামের দেওয়াল জুড়ে রয়েছে কারেন্সি নোটের জীবনচক্র। এ ছাড়াও এই মিউজিয়াম থেকে সহজেই ভারতের টাকার ইতিহাস জানার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন সময়কার মুদ্রা ও টাকার ইতিহাস জানতে পারবেন।