ইচ্ছে থাকলেও সবসময় ব্যস্ত জীবন থেকে অবসর নিয়ে ছুটি কাটাতে কেরল কিংবা কাশ্মীর যাওয়া যায় না। কিন্তু এবার আর হাউসবোটে চাপতে ছুটতে হবে না কেরল কিংবা কাশ্মীরে। কারণ গঙ্গাবক্ষেই এবার রাত্রিবাসের সোনালি সুযোগ এনে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভলপমেন্ট কর্পোরেশন। যে বোটে ভেসে গঙ্গাবক্ষে সূর্যোদয় এবং সূর্যাস্তের শোভা উপভোগ করতে পারবেন সহজেই।
কলকাতা থেকে কিছুটা দূরেই ব্যরাকপুর। ব্যারাকপুরের এই গান্ধীঘাটের পাশেই রয়েছে মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টি। যেখানে পৌঁছলেই দেখতে পাবেন আপনার জন্য অপেক্ষা করছে সুসজ্জিত হাউসবোট। থাকা, খাওয়া এমনকি বিনোদনের ব্যবস্থাও রয়েছে।
কিন্তু মন চাইলেই এই বোটে রুম পাবেন না। কারণ সারাবছরই পর্যটকদের ভিড় থাকে। সেই কারণেই আগে থেকে https://wbtdcl.wbtourismgov.in/home এই ওয়েবসাইটে গিয়ে রুম বুক করে নিতে হবে।
এই বোটের প্রত্যেকটি রুম থেকেই গঙ্গার অপরূপ সৌন্দর্য দেখা যায়। সঙ্গে বাড়তি পাওনা সূর্যাস্তের মুহূর্ত। হাউসবোটে এসি ডাবল বেডরুমে এক রাত থাকার খরচ ৪ হাজার টাকার মতো। খাওয়া দাওয়ার খরচ আলাদা।