শীতের আমেজ । মনোরম আবহাওয়া । মন চাইছে ছুটি, ভ্রমণ পিপাসু বাঙালিদের টানছে পাহাড়, সমুদ্র । তবে এবার আর একঘেয়ে ওই দার্জিলিং বা পুরী বা সিমলা নয় । ডেস্টিনেশন হোক বিদেশের কোথাও । খরচের কথা ভাবছেন ? এমন কয়েকটা জায়গা আছে, যেখানে ঘুরতে যাওয়ার খরচ কিন্তু বিশাল কিছু নয় । তাই এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিন । কোন জায়গাগুলো মোটামুটি পকেটফ্রেন্ডলি, জেনে নিন...
বাজেট ফ্রেন্ডলি বিদেশ ভ্রমণ বলতে অনেকেই মনে করেন নেপাল, ভুটান কিংবা বাংলাদেশ । তবে, শুধু এই তিন জায়গা নয়, আরও এমন কিছু জায়গা রয়েছে, যেখানে সস্তাতেই বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারে পর্যটকরা ।
সিঙ্গাপুর ও থাইল্যান্ড
এশিয়া মহাদেশের অন্যতম ঘোরার জায়গা থাইল্যান্ড । সমুদ্রসৈকত, পাহাড়ে ঘেরা থাইল্যান্ড উপভোগ করতে টিকিট কেটে ফেলুন এখনই । সিঙ্গাপুরও খুবই পকেট ফ্রেন্ডলি বিদেশ ডেস্টিনেশন । প্রযুক্তি, আধুনিকতা ও ঐতিহ্যের মেলবন্ধন রয়েছে এখানে ।
মালয়েশিয়া
পাহাড়, সমুদ্র, জঙ্গল । মালয়েশিয়া ঘুরতে গেলে প্রকৃতির এই তিন রূপকেই উপভোগ করতে পারবেন পর্যটকরা । গোটা দেশে আকাশছোঁয়া ইমারতে ভর্তি । নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস, মালয়েশিয়া যাওয়ার জন্য উপযুক্ত সময় ।
ভিয়েতনাম
প্রাকৃতিক সৌন্দর্যের আঁধার হল ভিয়েতনাম । শীতে তার সৌন্দর্য্য আরও দ্বিগুণ হয়ে ওঠে । একদিকে সমুদ্র, অন্যদিকে মনোরম পরিবেশ । শীতের মরসুমে সঙ্গীর হাত ধরে কিংবা পরিবারের সঙ্গে ঘুরে আসুন ভিয়েতনাম ।
কম্বোডিয়া
বড় বড় মন্দির এবং ইমারত ভর্তি কম্বোডিয়ায় । এদেশের প্রাকৃতিক সৌন্দর্য্য চোখ-মন সব যেন জুড়িয়ে দেয় । এখানকার খাবারও বেশ ঘরোয়া । কোনও সমস্যা হবে না । ব্যাগ গুছিয়ে সাত দিন ছয় রাত থেকে আসুন কম্বোডিয়ায় ।