তুলসীর গুণের শেষ নেই। প্রাচীন কাল থেকে ভারতের আয়ুর্বেদ চিকিৎসায় মহার্ঘ্য হিসেবে ব্যবহার হয়ে আসছে তুলসি। জানেন কি? শরীরের পাশাপাশি ত্বকের জন্যও বেজায় উপকারি তুলসি। তুলসির মধ্যেকার অ্যান্টিমাইক্রোবিয়াল ত্বকের যেকোনও সংক্রমণ দূর করতে সাহায্য করে। ব্রণ সারাতেও মহার্ঘ্য তুলসি।
নিম তুলসী ভালো করে ধুয়ে খানিকক্ষণ জলে ভিজিয়ে রাখুন। এরপর নিম তুলসি ভালো করে বেটে তার সঙ্গে সামান্য মধু মিশিয়ে ওই পেস্ট মুখে মেখে মিনিট ১৫ রাখুন, হালকা গরম জলে ধুয়ে ফেলুন। ব্রণর যম এই প্যাক।
তুলসী-ওটস:
তুলসী, ওটস, মধু এবং হলুদ একসঙ্গে বেটে স্ক্রাবার হিসেবে ব্যবহার করুন। এক্ষেত্রে পেস্টটি খুব বেশি মিহি হবে না।
কাঁচা হলুদ-তুলসী:
কাঁচা হলুদ, তুলসী, এবং চন্দন একসঙ্গে বেটে মুখে লাগালে মিলিয়ে যাবে মুখের দাগছোপ।