টুইটার কিনেই এলন মাস্ক জানিয়েছিলেন বড়সড় বদল আনবেন৷ এবার তাঁর প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে। জানা যাচ্ছে, আগামী দিনে আরও ভালো করে মনের ভাব প্রকাশ করা যাবে টুইটারে। টুইটার ব্যবহারকারীরা জানেন, অসংখ্য নিষেধাজ্ঞা রয়েছে টুইটারে। খুব বড় টেক্সট একসঙ্গে লিখে টুইটারে পোস্ট করা যায় না। সেক্ষেত্রে বেধে দেওয়া থাকে শব্দ সংখ্যা।
Old age Winter Care: হাড়কাঁপানো শীতে রক্ষে নেই, করোনা দোসর! বয়স্করা কীভাবে থাকবেন সুরক্ষিত?
এলন মাস্ক জানিয়েছেন, এবার এই সমস্ত সমস্যা থেকে মিলবে মুক্তি। ঢেলে সাজবে টুইটার। টুইটারের কোনও পেজকে পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য মার্ক করে রাখতে পারবেন, ফলো করতে পারবেন সহজে। সর্বোচ্চ দীর্ঘ টুইট করার অপশনটি ইউজাররা পেয়ে যাবেন আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারি থেকেই।