একেই গরম, তার উপর দৈনন্দিন জীবনের একঘেয়েমিতা । সব কিছু থেকে মন চাইছে ছুটি । তাই গরম থেকে সাময়িক মুক্তি পেতে ও একঘেয়েমিতা কাটাতে বাঙালি ছুটে যাচ্ছে পাহাড়ে । আর কাছাকাছি, কম খরচের মধ্যে বেস্ট ডেস্টিনেশন হল উত্তরবঙ্গ । সামনেই আবার গরমের ছুটি (Summer Vaccation) । জলপাইগুড়ির (Jalpaiguri) ট্রেনের টিকিট সব বুক হয়ে যাচ্ছে । অনেকে আবার টিকিট পাচ্ছেন না । এই পরিস্থিতিতে আরও একজোড়া স্পেশাল ট্রেন (Summer Special Train) চালু করল পূর্ব রেল (Eastern Railway) ।
আজ অর্থাৎ ২৯ এপ্রিল, শুক্রবার থেকে এই দুটি ট্রেন চালু হচ্ছে । এদিন, কলকাতা-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন চালানো হবে । প্রতি শুক্রবার রাত ১১টা ৩০ নাগাদ কলকাতা থেকে এই স্পেশাল ট্রেন ছাড়বে । পরের দিন ১০টা ৩০ মিনিটে পৌঁছে যাবেন নিউ জলপাইগুড়ি । আবার প্রতি শুক্রবার ভোর চারটে নাগাদ জলপাইগুড়ি থেকে ডাউন ট্রেন ছাড়বে কলকাতা আসার জন্য । এই ট্রেনটি দুপুর ৩টের মধ্যে কলকাতায় ঢুকিয়ে দেবে । এই পুরো পরিষেবা পাওয়া যাবে ৩ জুন পর্যন্ত । এই দুটি ট্রেনের টিকিটের বুকিং হচ্ছে অনলাইনে ।
আরও পড়ুন, কম সময়ে পৌঁছে যান দার্জিলিং, চালু হল দুটি সামার স্পেশাল ট্রেন
এই দুটি ট্রেন ছাড়াও হাওড়া ও শিয়ালদা থেকে উত্তরবঙ্গের জন্য চারটি স্পেশাল ট্রেন চলছে । ১৩ এপ্রিল থেকে ০২৩০৭ হাওড়া-নিউ জলপাইগুড়ি সামার স্পেশাল চালু হয়েছে । হাওড়া থেকে প্রতি বুধবার রাত ১১টা ৩৫ মিনিটে এই ট্রেনটি ছাড়ে । এর পরিষেবা পাওয়া যাবে ২৯ জুন পর্যন্ত । একইভাবে নিউ জলপাইগুড়ি-হাওড়া সামার স্পেশাল চালু হয়েছে । প্রতি বৃহস্পতিবার বেলা ১২টা ৩৫ মিনিট নাগাদ জলপাইগুড়ি থেকে ট্রেনটি ছাড়ে । অন্যদিকে, একইদিনে, একইসময়ে ০৩১২৯ শিয়ালদা-নিউ জলপাইগুড়ি ট্রেনটি ছাড়ে । এছাড়াও আরও একটি ট্রেন ০৩১৩০ নিউ জলপাইগুড়ি-শিয়ালদা সামার স্পেশাল প্রতি শুক্রবার ১২টা ৩৫ মিনিটে জলপাইগুড়ি থেকে ছাড়ে ।
তাই আর দেরি করবেন না । তাড়াতাড়ি টিকিট কেটে ফেলুন । আর কম খরচে গরমের ছুটিটা কাটিয়ে আসুন পাহাড়ে ।