ক্যানসারের আশঙ্কা। ইউনিলিভার (Unilever) কর্তৃপক্ষর তরফে ফেরত চেয়ে পাঠানো হল ডাভ, ট্রেসেমির মতো জনপ্রিয় ব্র্যান্ডের শ্যাম্পু। কারণ ওই শ্যাম্পুতে বেঞ্জিন নামক এক রাসায়নিক উপাদান পাওয়া গিয়েছে। যা থেকে ক্যানসার পর্যন্ত হতে পারে।
ইউনিলিভারের ২০২১ সালের অক্টোবরের আগে তৈরি হওয়া নেক্সাস, সুভে, ট্রেসেমি এবং টিগির মতো জনপ্রিয় ব্র্যান্ডের রকাহোলিক এবং বেড হেড ড্রাই-এর মতো শ্যাম্পুগুলিতে বেঞ্জিন পাওয়া যায়। তবে, ড্রাই শ্যাম্পু ফেরত চেয়ে পাঠালেও কোনও সাধারণ শ্যাম্পু প্রত্যাহার করেনি ইউনিলিভার কর্তৃপক্ষ।
কিন্তু কি এই বেঞ্জিন?
বিশেষজ্ঞদের দাবি, এই পদার্থ শারীরিক বিভ্রাট ঘটাতে পারে। সংবাদ সংস্থা ব্লুমবার্গকে ইউনিলিভারের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, এই বেঞ্জিনের ফলে লিউকোমিয়া ও অন্যান্য রক্তের ক্যানসারের মতো ভয়ংকর অসুখ হতে পারে। তবে এই বিবৃতিতে জানানো হয়নি ঠিক কতটা পরিমানে এই বেনঞ্জিন ব্যবহৃত হয়েছে।
ড্রাই শ্যাম্পু নিয়ে এই প্রথম নয় এর আগেও তৈরি হয়েছে বিপদের আশঙ্কা। এই বেনঞ্জিন থাকার কারণে গত ডিসেম্বরেই প্যানটিন এবং হার্বাল এসেন্সের ড্রাই শ্যাম্পুর ব্যাচ ফেরত চেয়ে পাঠিয়েছিল প্রক্টর অ্যান্ড গ্যাম্বেল সংস্থা।