দুর্দান্ত যৌনতার জন্য কী কী প্রয়োজন? কোন বিষয়গুলি যৌনতায় (Sex life) অংশ নেওয়া মানুষদের শরীর ও মনে উদ্দীপনা যোগাতে পারে? এই বিষয় নিয়ে একটি সমীক্ষা (New survey) চালাল আমেরিকার মিসৌরি স্টেট ইউনিভার্সিটি। সক্রিয় যৌনতার (Active sex life) সঙ্গে নিয়মিত যোগ আছে বিভিন্ন বয়সী এমন ৭৮ জন মানুষের মধ্যে এই সমীক্ষা চালানো হয়। তাঁদের পরিপার্শ্ব, চিন্তাভাবনা খতিয়ে দেখে বোঝার চেষ্টা করা হয়, ঠিক কোন কোন বিষয়গুলি যৌনতায় অংশ নিতে উৎসাহ দেয় তাঁদের?
আরও পড়ুন: ফ্লিপকার্টে লোভনীয় অফার, Samsung Galaxy S21 FE-তে মিলছে ৪৬ শতাংশ ছাড় !
এই সমীক্ষা থেকে জানা গিয়েছে, দু'পক্ষের মধ্যে চমৎকার রসায়ন, গভীর মানসিক যোগ এবং ঠিকঠাক অর্গ্যাজমই (Orgasm) অধিকাংশ মানুষের ক্ষেত্রে তুমুল যৌনতার পরিসর তৈরি করে দেয়।
সমীক্ষায় আরও জানা গিয়েছে, কোনও কোনও নারী একাধিকবার (Multiple orgasm) অর্গ্যাজমকেও তুমুল যৌনতার সূচক হিসেবে চিহ্নিত করেছেন।