দুর্গাপুজোর (Durga Puja 2022) রেশ কাটতে না কাটতেই পরপর আসে লক্ষ্মী আর কালী পুজো। কালীপুজোর পর ভাইফোঁটা (Bhaifonta) দিয়ে শেষ হয় একমাসের উদযাপন। এবছর আবার ভাইফোঁটা পড়েছে দু'দিন । অর্থাৎ সেলিব্রেশন আরও দ্বিগুন । এবছর কবে, কখন ভাইফোঁটা পড়েছে, জেনে নিন...
এ বছর দুদিন ভাই ফোঁটা পালিত হবে। ১৪ ও ১৫ নভেম্বর দুদিনই ভাই ফোঁটা পালন করা যাবে। পঞ্জিকা অনুযায়ী কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে ১৪ নভেম্বর দুপুর ২টো ৩৬ মিনিট থেকে এবং শেষ হবে ১৫ নভেম্বর দুপুর ১টা ৪৭ মিনিটে।
Gaza Death: প্রতি দশ মিনিটে একজন শিশুর মৃত্যু! নরককুণ্ডে পরিণত গাজা