Happy Valentine’s Day 2022: ভালবাসা প্রকাশ করার উপায় আছে অনেক । আর ভালবাসার দিনে মনের মানুষটিকে খুশি করার উপায় দারুণ দারুণ উপহার ছাড়া আর কি-ই বা হতে পারে । আর সেকথা মনে রেখেই বেশ কিছু নামী-দামি ব্র্যান্ড নিয়ে এসেছে আকর্ষণীয় অফার । কম বাজেটে দারুণ উপহার দিয়ে আপনার ভ্যালেন্টাইনকে চমকে দিন । কোথায় কী কী অফার রয়েছে... দেখে নেওয়া যাক একবার ।
ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে এই বিখ্যাত বিউটি ব্র্যান্ড ত্বক (Skin) ও বিভিন্ন মেক-আপ প্রোডাক্টের (Make-Up Products) উপর ৩০ শতাংশ ছাড় দিচ্ছে । এছাড়া বিভিন্ন সামগ্রীর উপর ৫০ শতাংশ পর্যন্ত এবং স্বাস্থ্যের বিভিন্ন প্রোডাক্টের উপর ন্যূনতম ৪০ শতাংশ ছাড় দিচ্ছে ।
স্নিকার্স (Sneakers) এবং লোফার (Loafers) জুতোয় ন্যূনতম ৫০ শতাংশ ছাড় দিচ্ছে মিন্ত্রা (Myntra) । সেক্ষেত্রে, ভালবাসার মানুষকে এগুলো উপহার হিসাবে দিতেই পারেন ।
জিভামে হল একটি অন্তর্বাস সামগ্রীর ব্র্যান্ড (lingerie brand) । এই ব্র্যান্ডটি ত্বক, মেকআপ, চুলের বিভিন্ন প্রোডাক্টগুলিতে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ।
আজিও (Ajio) বিভিন্ন সামগ্রীর উপর ৫০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে । এই অফারটি ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত রয়েছে । তাই আর দেরি না করে আপনার ভ্যালেন্টাইনের জন্য সেরা পোশাকটি কিনে নিন ।
হ্যামলেস (Hamleys) এমন একটি ব্র্যান্ড, যা আপনার মনের মধ্যে লুকিয়ে থাকা শিশু সত্ত্বাটিকেও বের করে আনে । এই আন্তর্জাতিক ব্র্যান্ডটি সমস্ত খেলনা (Toys) এবং সামগ্রীর উপর ন্যূনতম ২৫% ছাড় দিচ্ছে । সুতরাং, যদি আপনার ভ্যালেন্টাইন এই ধরনের জিনিস পছন্দ করে, তাহলে এর থেকে ভাল উপহার আর কি-ই বা হতে পারে ।