চ’লে গেলে মনে হয় তুমি এসেছিলে,
চ’লে গেলে মনে হয় তুমি সমস্ত ভূবনে আছো।
আমাদের অনেকেরই প্রিয় মানুষকে ঠিক সময়ে এ'কথাগুলো বলা হয়না। আজ এই কথাগুলোই বলে ফেলার দিন। হ্যাঁ আজ প্রোপোজ ডে (Propose Day)।
সামনেই ভ্যালেন্টাইন্স ডে (Valentine's Day), কিন্তু আজকাল এ দিন তো আর একা আসে না, মা দুজ্ঞার মতো সাঙ্গপাঙ্গ নিয়ে বেশ ফুলে ফেঁপে উঠেছে ১৪ ফেব্রুয়ারির প্রেম দিবস। ভ্যালেন্টাইন সপ্তাহ (Valentine week) শুরু হয় রোজ ডে দিয়ে। সপ্তাহের দ্বিতীয় দিনটি প্রোপোজ ডে। ৮ ফেব্রুয়ারি। যারা এখনও পছন্দের মানুষকে জানিয়েই উঠতে পারেননি নিজের ভালোবাসার কথা, এই দিন তাঁদের জন্য। আর ইতস্তত না করে বলেই ফেলুন মনের কথা।
রোজ ডে-র শুভেচ্ছা, হরেক রঙের গোলাপ দিয়ে প্রিয় মানুষের মন ভেজানোর দিন আজ
আর যারা বলতে পারবেন না, যাদের মনে হবে, মনের কথা বলার জন্য আলাদা কোনো দিন ক্ষণ তিথির দরকারই পড়ে না, তাঁরাও আজ ভালবাসুন মন ভরে। ভালবাসার নিজেরও একটা ভাষা রয়েছে, আপনি না বললেও আপনার মনের মানুষ ঠিক পড়ে নেবে তা।