"ভালবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো
, তোমার মনে মন্দিরে''
মনের মানুষের নাম নিজের মনের মন্দিরে নিভৃতে লেখার দিন গিয়াছে। মন বদলে ফোন, ফোন বদলে স্মার্ট ফোন, হোয়াটসঅ্যাপ, দ্রুত বদলে বদলে গেছি আমরা। বদলেছে ভালোবাসার প্রকাশ। চিঠি নয়, চ্যাটেই অনেক বেশি সচ্ছন্দ্য জেন ওয়াই এবং জেন জেড। সবার আড়ালে গাছের গায়ে পাশাপাশি লেখা হয় না নিজের আর প্রেমিকের নাম এখন, ছবি আপলোড করে ট্যাগ করে দেওয়া হয় মনের মানুষকে।
খাতার মাঝে চ্যাপ্টা গোলাপ কবেই হারিয়েছে। তার বদলে অনলাইন উপহার এসেছে। বসন্ত বিকেল পা পাতা ঝরা দুপুর আগে ভালবাসার স্মৃতি ফেরাত। এখন, সেই কাজটা করে ফেসবুক মেমরি।
সব মিলিয়ে প্রযুক্তি এসে আমূল বদলে- দিয়েছে আশাপাশ। তবে এই ২০২৪-এও ভালবাসার সিলেবাস থেকে যুক্তির চ্যাপ্টার পুরোপুরি বাদ। ওটা না হয় বাদই থাকুক? যতদিন কোনও যুক্তি খাটে না, মেলে না কোনও হিসেব, ভালবাসা ঠিক ততোদিনই সহজ, ততদিনই সুন্দর।