ঘোর দুঃসময়ের মুখোমুখি আমরা। মন খারাপ করা খবরের ভিড় চারপাশে। এসময়ে দাঁড়িয়ে বিষণ্ণ মনে আরাম দেবে, সোশ্যাল মিডিয়ায় এমন কিছুই খুঁজে চলেছি আমরা। ঠিক তখনই চোখে পড়ে গেল তেমনই এক মন ভাল করা ভিডিয়ো। ভয় নয়, একরাশ ভালবাসা দিয়ে কচিকাঁচাদের হিন্দি শেখাচ্ছেন দিদিমণি।
বিহারের বাঁকা জেলার এক প্রাইমারি স্কুল। হিন্দি বর্ণমালা শেখানোর ক্লাস চলছে। এই 'ক্লাস'-'চলছে' শব্দ দুটো পাশাপাশি বসলেই চোখে ভেসে ওঠে গুরু গম্ভীর এক ছবি। কিন্তু ক্লাসও যে এমন মজার হয়, তা তো কল্পনাও করতে পারিনা অনেকেই।
ঘোর অসময়ে কত 'শিক্ষক' রোজ সংবাদের শিরোনামে আসেন। শোনা যায় পড়ুয়াদের অন্ধকারে ঠেলে দেওয়া কত শিক্ষকের কথা। সেই একই পৃথিবীতে এই 'দিদিমণি' তাঁর খুদে পড়ুয়াদের অক্ষর চেনাচ্ছেন নিজের সবটুকু উজার করে। মনেই হচ্ছে না, পড়াশুনো হচ্ছে। ঠিক যেন স্বপ্নের ক্লাস!
হিন্দি বর্ণমালায় 'ই' , 'ঈ', 'উ', 'ঊ' -এর পার্থক্য বোঝাচ্ছেন শিক্ষিকা খুশবু কুমারী। ছোটদের ক্লাস ঠিক ছোটদের মতো করেই, নিতে জানেন এই দিদিমণি। হাত পা নেড়ে, নেচে নেচে অক্ষর চিনিয়ে দিচ্ছেন ক্লাস ভর্তি বাচ্চাদের। কচিকাঁচার সে কী আনন্দ! সক্কলে অংশ নিচ্ছে সেই ক্লাসে। ফোকলা দাঁতে একমুখ হাসি সব্বার। আনন্দে চোখ চকচক করছে।
কে প্রথম বেঞ্চের, কে শেষ বেঞ্চের, কোনও ভেদাভেদ করছেন না তাঁদের শিক্ষিকা। অক্ষর চেনানোয় নিবেদিত প্রাণ দিদিমণি আসলে জীবনের পাঠ দিচ্ছেন ভবিষষ্যৎ প্রজন্মকে।
এমন ভিডিয়ো ভাইরাল হতে সময় লাগেনি। এমন ক্লাসঘরে ভরসা থাকুক। ভরসা থাকুক এমন দিদিমণির ওপর, ভরসা থাকুক ঘর ভর্তি ফোকলা দাঁতের হাসিতে।