দুর্গা পুজোর পাশাপাশি গোটা দেশ জুড়ে চলছে নবরাত্রি (Navratri) উৎসব। এই উৎসবের মরশুমে দেবীর আরাধনায় গরবা নৃত্য করা হয়। এই নৃত্য পরিবেশন করা হয় ফাঁকা মাঠে কিংবা কোনও হলে। কিন্তু দেবীর আরাধনায় যদি গরবা নৃত্য করা হয় জলের তলায় (underwater Garba )?
অসম্ভব মনে হলেও সত্যি। জলের তলায় নিঃশ্বাস বন্ধ করে রাজস্থানের বিখ্যাত এই গরবা নৃত্য পরিবেশন করে তাক লাগিয়েছেন জয়দীপ গোহিল নামে এক নৃত্য শিল্পী। যে ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইন্সটাগ্রামে 'হাইড্রোম্যান' নামে পরিচিত জয়দীপ এও জানিয়েছেন তিনিই প্রথম ভারতীয় যিনি জলের নীচে নৃত্য পরিবেশন করেন।
আরও পড়ুন - শাড়ি পরে গরবা করেন পুরুষরা, কোথায় ? কেন এই নিয়ম, জানুন
ভিডিয়োতে দেখা যাচ্ছে, নবরাত্রি উপলক্ষ্যে অক্সিজেন ছাড়াই দুই হাতে লাঠি নিয়ে গরবার ভারী পোশাক পরে জলের তলায় নাচ করছেন ওই শিল্পী। যা দেখে প্রশংসায় মেতেছে নেট পাড়া। অনেকের আবার প্রশ্ন কী ভাবে পারলেন জয়দীপ? ইত্যিমধ্যেই মিলিয়িন পার করেছে ওই ভিডিয়োর ভিউ।