সব উৎসব পরবই এক এক বছর এক এক তারিখে হয়। এক তারিখে নয়, ব্যাতিক্রম শুধু বিশ্বকর্মা পুজো। বছর বছর ১৭ সেপ্টেম্বর হয়ে আসছে বিশ্বকর্মা পুজো। এ বছর অবশ্য ব্যতিক্রম, এ বছর পুজো পড়েছে ১৮ তারিখ।
সূর্য সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করার সময়ে শুরু হয় উত্তরায়ণ, সেই দিন ভাদ্র সংক্রান্তিতে হয় বিশ্বকর্মা পুজো। তার আগে বাংলা পঞ্জিকায় পাঁচটি মাসের উল্লেখ মেলে। এই পাঁচটি মাসের দিন সংখ্যাও প্রায় বাঁধাধরা- মোট ১৫৬। কোনও বছর এই পাঁচ মাসের মধ্যে কোনওটা যদি ২৯ বা ৩২ দিনের হয়, একমাত্র তখনই বিশ্বকর্মা পুজোর দিন পিছিয়ে বা এগিয়ে যায়। যেমনটা হয়েছে এ'বার।
বাংলাজুড়েই সব জায়গায় পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এ বছর, সোমবার বিশ্বকর্মা পুজোয় বৃষ্টির সম্ভাবনা প্রবল। বিশ্বকর্মা পুজোর দিন থেকেই কার্যত শুরু হয়ে যায় দুর্গা পুজোর কাউন্ট ডাউন।