বেশ ট্রেন্ডি হওয়ার কারণে অনেকের পছন্দের তালিকায় থাকে রুপোর গয়না (Silver Jewellery)। কিন্তু অনেক সময় আলমারিতে তুলে রাখার ফলে দেখা যায় রুপোর গয়নাগুলি (Silver Jewellery) ফ্যাকাশে হয়ে গিয়েছে। বা তাতে কালো ছোপ পড়ে গিয়েছে। সেক্ষেত্রে দোকানে গিয়ে পালিশ করলে তবে গয়নায় চকচকে ভাব ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু সব সময় দোকানে গিয়ে পালিশ না করে আপনি সহজেই বাড়িতে বসে রুপোর গয়না পরিষ্কার করে নিতে পারবেন । হেশেলের কয়েকটা জিনিসেই চকচকে রূপ ফিরে পাবে রুপো।
কী করে পরিষ্কার করবেন রুপোর গয়না?
প্রত্যেকেরই রান্নাঘরে বেকিং সোডা থাকে। গরম জলে বেকিং সোডা ফেলে তাতে বেশ কিছুক্ষণ রুপোর গয়নাগুলি ভিজিয়ে রাখলে তা সহজেই ঝকঝকে হয়ে উঠবে।
একটু গরম জল নিয়ে তার মধ্যে কয়েক ফোঁটা ভিনিগার ফেলে দিতে হবে। ওই জলে আধা ঘন্টার রুপোর গয়না ভিজিয়ে রাখতে হবে। তারপর ঘষে ঘষে রুপোর গয়নার কালো দাগ সহজেই তুলে ফেলা যাবে।
টুথপেস্টে সহজেই চকচকে হয় রুপোর গয়না, টুথপেস্ট গয়নাগুলিতে লাগিয়ে নিয়ে আধঘন্টা রেখে দিতে হবে। এরপর জল দিয়ে ঘষে নিলেই গয়নার কালো দাগ দূর হয়ে যাবে সহজে।
আরও পড়ুন- মেদ ঝরাতে অথবা বাড়াতে, দু'ক্ষেত্রেই ভীষণ উপকারী কলা, শুধু জানতে হবে খাওয়ার নিয়ম
আরও একটি প্রয়োজনীয় উপাদান হল আলু। আলুর রসের মধ্যে রুপোর গয়না ৩০ মিনিট ভিজিয়ে রাখলে সহজেই রুপোর গয়না থেকে ছোপ বা ফ্যাকাসে ভাব উধাও হয়ে যাবে।