বইপাড়া বললেই মাথায় আসে উত্তর কলকাতার কলেজ স্ট্রিটের(College Street book market) কথা। কিন্তু এবার উত্তর কলকাতার পাশাপাশি দক্ষিণেও গড়ে উঠবে বইপাড়া। এমনই অভিনব পরিকল্পনায় শামিল হয়েছে রাজ্য পরিবহণ দফতর(West Bengal State Transport Department) ও ‘পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড’।
জানা গিয়েছে, এই কাজে একদিকে বাতিল ট্রাম কাজে লাগানো। অন্যদিকে, দক্ষিণ কলকাতার বইপ্রেমীদের কথা মাথায় রেখে টালিগঞ্জ ট্রামডিপোয়(Tollygaunge Tram Depot) এই নতুন বইপাড়া গড়ে তোলা হবে। তবে আড়ে-বহরে কলেজ স্ট্রিটের মতো অতটা বড় না হলেও শহর-শহরতলির বইপিপাসুদের(Book Lovers) চাহিদাপূরণে তা অনেকটাই সমর্থ হবে বলে আশা করছে পরিবহণ নিগম।
আরও পড়ুন- Sunil Chhetri: দেরিতে হলেও সই! সুনীল ছেত্রীকে পাত পেড়ে জামাই ষষ্ঠী খাওয়ালেন শ্বশুর সুব্রত ভট্টাচার্য
ট্রাম মিউজিয়াম(Tram Museum), মিষ্টি হাব(Sweet Hub), টায়ার পার্ক(Tier Park) অনেক কিছুর সাক্ষী থেকেছে শহরের বিভিন্ন ট্রাম ডিপো। এবার সেই তালিকায় নবতম সংযোজন হতে পারে বইপাড়া(College Street)। পরিত্যক্ত ট্রামেই তৈরি করা হবে বইয়ের স্টল। তবে শুধু টালিগঞ্জেই নয়, যদি এই উদ্যোগ জনপ্রিয় হয়, তবে বেহালা ট্রাম ডিপোতেও(Behala Tram Depot ) পরবর্তীতে একই উদ্যোগ নেওয়া হবে। জানা গেছে, টালিগঞ্জের এই বইপাড়ায় যাঁরা দোকান দেবেন তাঁদের ট্রামের কামরার ভাড়া বাবদ পরিবহণ দফতরকে বাৎসরিক ভাড়া দিতে হবে।
প্রাথমিকভাবে ঠিক হয়েছে, প্রত্যেকটি কামরায় একটি করে বুক স্টল হবে। অর্থাৎ একটি ট্রামে দু’টি করে দোকান। প্রথম ধাপে গোটা দশেক ট্রামকে(Book Stall in Tram Depot) বাছা হচ্ছে বইয়ের দোকান দেওয়ার জন্য। প্রয়োজনে তা আরও বাড়তে পারে। তাছাড়া ট্রামের কামরাতেই ক্রেতাদের জন্য তৈরি হবে ক্যাফেটেরিয়া(Cafeteria)। যাতে বই কিনতে গিয়ে সেখানে বসে কিছুক্ষণ সময় কাটাতে পারেন ক্রেতারা। থাকবে সুলভ শৌচালয়ের(Pay and Use Toilet) ব্যবস্থাও।